লাতিন আমেরিকায় গণহারে ভ্যাকসিন প্রয়োগ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। এ মহাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) করোনার বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম শুরু করল এই তিন দেশ।

জানা যায়, গণহারে টিকা দেওয়া শুরুর আগের দিন মেক্সিকোর কেনা ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকার প্রথম চালানের ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে এসে পৌঁছায়। একইদিন মেক্সিকোর দুই প্রতিবেশী দেশ চিলি এবং কোস্টারিকায় টিকা দেওয়া শুরু হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনের তথ্য মতে, লাতিন আমেরিকার দেশ আর্জেটিনায় রাশিয়ার উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন'স্পুটনিক-ভি' জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেজ্ঞরা। ইতিমধ্যে রাজধানী বুয়েন্স আয়ার্স-এ 'স্পুটনিক-ভি' ৩ লাখ ডোজের প্রথম চালান এসে পৌঁছেছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top