• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘ভালোবাসার দ্বীপে’ রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ৩২

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০৮:২৩

ভালোবাসার দ্বীপ

পাপুয়া নিউগিনির ‘আইল্যান্ড অব লাভ’ খ্যাত ভালোবাসার দ্বীপে দুটি ক্ষুদ্র জাতির মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ভালোবাসার এ দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত। দ্বীপটির কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে গত সোমবার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ এখনো চলমান রয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান।

দেশটির নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি জানিয়েছেন, মিলনি বে প্রদেশের ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, দ্বীপে এ ধরনের সহিংসতায় তারা ভয় পেয়েছেন। কারণ এমনটা কখনই ছিল না। শান্তির জন্য স্থানীয়রা দ্বীপটিকে ‘ভালোবাসার দ্বীপ’ বলে জানে।  

তারা বলেন, উপজাতীয় লড়াই সবসময়ই আমাদের জীবন ও সংস্কৃতির অংশ ছিল, কিন্তু সাধারণত যখন কেউ নিহত হয়, তখন লড়াই বন্ধ হয়ে যায়, তারা গুলি বন্ধ করে দেয়। কিন্তু এবারের দৃশ্য ভিন্ন।  

‘কুলুমাতা এবং কুবোমার জনগণের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কিন্তু মা, বোন, কন্যা হিসাবে আমাদের জন্য এটি হৃদয়বিদারক যে আমাদের লোকেরা নিজেদের মধ্যে এভাবে লড়াই করে। ’

তারা আরও বলেন, সহিংসতা ভয়াবহ ছিল। আমরা সন্তানদের নিয়ে পালিয়ে গেছি। তারা নারী ও শিশুদের কোনো ক্ষতি করবে না এটা ঠিক। কিন্তু রক্তক্ষয়ী লড়াই দেখাটা খুবই ভয়ংকর ছিল, তাই আমরা পালিয়ে গেছি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top