শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কৃষ্ণসাগরের রুশ নৌবহরে ড্রোন হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১১:৩৬

কৃষ্ণসাগরের রুশ নৌবহরে ড্রোন হামলা

কৃষ্ণসাগরের রুশ নৌবহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার অভিযোগ, হামলায় ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এ হামলায় ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য। তবে এ ব্যাপারে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। অবশ্য যুক্তরাজ্য এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

রাশিয়া জানিয়েছে, শনিবারের হামলায় লক্ষ্যবস্তু করা জাহাজগুলি ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চুক্তিতে সংশ্লিষ্ট ছিল। হামলার কয়েক ঘন্টা পরে রাশিয়া জানিয়েছে, তারা শস্য রপ্তানি কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত করছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ক্রিমিয়াকে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top