সোমালিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলায় নিহত ১০০

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ২৩:৪৮

সোমালিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলায় নিহত ১০০

সোমালিয়ার রাজধানী মেগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক লোক। রোববার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

বিস্ফোরণের স্থান পরিদর্শন করে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, নিহতদের মধ্যে রয়েছে- সন্তানদের কোলে নিয়ে থাকা মা, চিকিৎসা নিতে আসা বাবা, যেসব শিক্ষার্থীকে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল তারা এবং ব্যবসায়ী।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ, যদিও প্রেসিডেন্ট ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন।

আল শাবাব সাধারণত এমন হামলার দায় স্বীকার করা এড়িয়ে যায়; যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top