গুজরাটে সেতু ধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ০১:০৬

গুজরাটে সেতু ধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মরবি শহরে মাচ্ছু নদীর ওপর অবস্থিত প্রাচীন সেতুটি বিপুল খরচে সংস্কারের পর মাত্র পাঁচদিন আগে খুলে দেওয়া হয়েছিল। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিতে হঠাৎ ভেঙে পড়ে সেটি।

সংস্কার ও রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানিটি একসময় নিজেদের ‘বিশ্বের বৃহত্তম ঘড়ি প্রস্তুতকারক’ বলে দাবি করতো। পরে তারা আলোকসজ্জা পণ্য, ব্যাটারিচালিত বাইক, গৃহস্থালীয় পণ্য ও টিভি উৎপাদন শুরু করে।

এমন একটি কোম্পানিকে কেন ঐতিহাসিক সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top