রাশিয়ার কাছে গোলাবারুদ পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২, ১০:৪০

রাশিয়ার কাছে গোলাবারুদ পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ার কাছে ‘উল্লেখযোগ্য’ পরিমাণে গোলাবারুদ পাঠাচ্ছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় এগুলো পাঠানোর কথা বলে গোপনে রাশিয়ার কাছে এগুলো পাঠানো হচ্ছে বলে বুধবার অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা জানেন না রাশিয়া গোলাবারুদ এখনও পেয়েছে কি না। তবে চালানটি পর্যবেক্ষণের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘আমাদের প্রাপ্ত ইঙ্গিতগুলো হচ্ছে, ডিপিআরকে (উত্তর কোরিয়া) গোপনে সরবরাহ করছে এবং চালানগুলো রাশিয়া পেয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছি।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top