শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মেক্সিকোতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ২৩:১৭

মেক্সিকোতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

মেক্সিকোর কুয়াউৎলা এবং রাজধানী মেক্সিকো সিটির পাশের শহর মোরেলস থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রয়টার্স জানায়, দেশটি মধ্যাঞ্চলের পৃথক দুটি শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মোরেলসের অ্যাটর্নি জেনারেল উরিয়েল ক্যামেরন সাংবাদিকদের বলেছেন, এই নারীরা সম্ভবত সংঘবদ্ধ অপরাধের শিকার। মোরেলসে ৩ নারীর মরদেহ ব্যাগে ভর্তি করে ফেলে রাখা হয়েছিল। পরে তাদের হত্যার দায় স্বীকার করে একটি অপরাধী গোষ্ঠী জানায়, অপর একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় ওই ৩ নারীকে হত্যা করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top