ইরান হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৬:২৮

ইরান হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম রেভল্যুশনারি গার্ডসের এরোস্পেস কমান্ডারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্রটির উচ্চ গতি রয়েছে এবং এটি বায়ুমণ্ডলের মধ্যে ও বাইরে কৌশলে চলতে পারে। এটি শত্রুর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করবে এবং ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এটি প্রজন্মগতভাবে বড় ধরনের অগ্রগতি।’

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে অন্তত পাঁচগুণ দ্রুত এবং একটি জটিল গতিপথে উড়তে পারে, যা তাদের আটকানো কঠিন করে তোলে।

এর আগে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কোনো খবর পাওয়া যায়নি। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের দাবি, ইরান কখনও কখনও তার অস্ত্রের ক্ষমতাকে অতিরঞ্জিত করে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top