নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১২:০৩

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আর সেটির কম্পন অনুভূত হয়েছে দেশটি থেকে বহুদূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। খবর এনডিটিভির।

শনিবার রাত ৮ টার দিকে নয়াদিল্লির বাসিন্দারা ভূমিকম্পজনিত কম্পন অনুভব করেছেন। নয়ডা, গুরুগ্রামসহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে ভূমিকম্প।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় জেলা বাঝাংয়ের পাতাদেওয়াল গ্রামে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। নেপালের স্থানীয় সময় রাত ৮টা ১২ মিনিটে এই ভূমিকম্প হয়। দিল্লিতে ঘড়ির কাঁটা তখন ছিল সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটের ঘরে।

এ নিয়ে গত তিন দিনে ৫ম বারের মতো ভূমিকম্প হলো নেপালে। প্রতিটিরই মাত্রা ছিল ৪ অথবা তার ওপর।

 



বিষয়: ভূমিকম্প


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top