ইরানে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৭
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২২:৫২
ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আলবর্জ পর্বতমালায় তুষারপাতের কবলে পড়ে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম।
শনিবার (২৬ ডিসেম্বর) থেকে ভারী তুষারপাতের কারণে অভিযান স্থগিত করা হলেও রোববার (২৭ডিসেম্বর) থেকে আবারো তল্লাশি চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, দেশটির সরকার হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছে।
এসব পর্বতারোহীদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আরো ৭ জনের সন্ধান পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ জায়গায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে রেড ক্রিসেন্টের ২০ সদস্যের একটি দল।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ ডিসেম্বর) সেখানকার ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন শতাধিক মানুষ। তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা দেশটির পর্বতারোহীদের জন্য বেশ পছন্দের।
এনএফ৭১/এবিআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।