যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:১১
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন মার্কিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় ৬টা ৫৫মিনিটে রকফোর্ড শহরের ডন কার্টার লেন-এ হামলার খবর পায় পুলিশ।
সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও'শিয়া জানান, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে একটি ভবনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় ৩জনের মরদেহ পড়ে থাকতে দেখি। তখন আহত আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এলোপাতাড়ি হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। তবে কি কারণে সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি ইলিনয় রাজ্য প্রশাসন।
এ হামলার ঘটনার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।