চীনে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৫:৫০
চীনের ঝেংঝো শহরে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লকডাউনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেওয়ার পরও সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শত শত কর্মী মিছিল করছে। এদের মধ্যে কিছু লোক হ্যাজমাট স্যুট পরা স্বাস্থ্যকর্মী ও দাঙ্গা পুলিশের মুখোমুখি হয়েছে।
যারা বিক্ষোভের লাইভ স্ট্রিমিং করছেন তারা জানিয়েছেন, শ্রমিকদের পুলিশ মারধর করেছে।
গত মাসে করোনার সংক্রমণ বাড়ায় আইফোনের স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকনের কারখানা লকডাউন করা হয়। ওই সময় কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করে অনেক কর্মী বাড়ি ফিরে যায়। পরে অনেক বেশি বোনাসের প্রতিশ্রুতি দিয়ে কর্তৃপক্ষ নতুন কর্মী নিয়োগ দেয়।
বেশ কয়েকটি ক্লিপে শ্রমিক অভিযোগ করেছেন, তারা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না এবং প্রতিশ্রুতি অনুযায়ী বোনাস পাননি।
এক কর্মী বলেছেন, ‘তারা চুক্তি পরিবর্তন করেছে যাতে আমরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভর্তুকি না পাই। তারা আমাদের কোয়ারেন্টাইনে রাখে কিন্তু খাবার দেয় না। তারা যদি আমাদের দাবি পূরণ না করে তবে আমরা লড়াই চালিয়ে যাব।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।