আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে বনরক্ষীসহ নিহত ৬
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৬:৩১
মেঘালয় সরকারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মেঘালয় পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে।
মেঘালয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ হেডকোয়ার্টার, মেঘালয়, শিলং থেকে রিপোর্ট পাওয়া গেছে মুকরোহ, পশ্চিম জয়ন্তিয়া পাহাড়, জোওয়াইতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের শান্তি নষ্ট করার আশঙ্কা রয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।