অবশেষে ত্রাণ সহায়তা বিলে ট্রাম্পের স্বাক্ষর

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪২

ছবি: সংগৃহীত

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে করোনার ত্রাণ বিলে স্বাক্ষর করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে এ বিলে স্বাক্ষর করতে রাজি হননি। ট্রাম্প সোমবার মধ্যরাতের মধ্যে বিলে স্বাক্ষর না করলে সরকার সাময়িক অচলাবস্থায় পড়ত। পড়ে এ অচলাবস্থা এড়াতে কংগ্রেসকে সাময়িক সরকারি তহবিলের অনুমোদনে সম্মত হতে হতো।

ট্রাম্প জনসাধারণের জন্য আরও বেশি অর্থ সহায়তার দাবি করে আসছিলেন। এই ত্রাণ তহবিলের পরিমাণ ৯০ হাজার কোটি টাকা। মাসব্যাপী আলোচনার পর এই বিলে কংগ্রেস সম্মতি জানায়।

ট্রাম্পের অসম্মতির কারণে এক কোটি ৪০ লাখ মার্কিন নাগরিকের বেকার ভাতা বন্ধ হয়ে যায়। বিলে স্বাক্ষর করায় এখন তা আবার চালু হবে।

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (২৭ ডিসেম্বর) প্রায় হুমকি দিয়ে বলেন, ট্রাম্প স্বাক্ষর করতে দেরি করলে এর ফলাফল ধ্বংসাত্মক হবে ।

তবে, ডোনাল্ড ট্রাম্প কেন শেষ পর্যন্ত স্বাক্ষর করতে সম্মত হয়েছেন তার কারন এখনো পরিষ্কার ভাবে জানা সম্ভব হয়নি।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top