ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন মলদোভা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৩:২৯

ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন মলদোভা

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পুরো শহর 'ব্ল্যাকআউট' হয়ে আছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিস।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের জ্বালানি উত্তোলন কেন্দ্র গুলোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। সাধারণ জনগণের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন লভিভের মেয়র আন্দ্রি সাডোভি।

তিনি আরও বলেন, শিশুদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এই হামলা শেষ না হওয়া পর্যন্ত অভিভাবকদের তাদের বের না হতে অনুরোধ করা হয়েছে।

আবার বৃহত্তর কিয়েভ অঞ্চলের প্রধান বলেছেন, ইউক্রেনের ওপর ফেলা প্রতিটি বোমার বিস্ফোরণে মলদোভা ও আমাদের জনগণ এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধ্বংসাত্মক এ যুদ্ধ এখনই বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top