• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ক্যামেরুনের রাজধানীতে ভূমিধসে নিহত ১৪

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ২৩:১১

ক্যামেরুনে ভূমিধস

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ মিটার উঁচু মাটির বাঁধের নিচে একটি খেলার মাঠে শেষকৃত্যে কয়েক ডজন লোক অংশ নিয়েছিলেন। একপর্যায়ে ওই বাঁধ ধসে পড়ে গেলে ১৪ জন নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলোকে সেন্ট্রাল হসপিটালে পাঠানো হয়েছে। এখনো কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ করা হচ্ছে।

মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল শহরগুলোর অন্যতম। সারিবদ্ধ পাহাড়ের ঢালুতে অনেকগুলো ধাপের ওপর নগরীটি গড়ে উঠেছে। চলতি বছরজুড়ে ভারি বৃষ্টিতে ইতোমধ্যেই ক্যামেরুনে কয়েকবার ভয়াবহ বন্যা হওয়ায় বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ পরিস্থিতিতেই রবিবার এই শোচনীয় ঘটনাটি ঘটে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top