শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হাইতিতে গ্যাং হামলায় নিহত ১২

রায়হান রাজীব | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ০৫:০৮

হাইতিতে গ্যাং হামলায় নিহতরা

কাবরাত শহরের মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি জানান, কয়েকদিন আগে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে কাবরাত শহর থেকে গ্যাং সদস্যদের বিতাড়িত করে পুলিশ ও বাসিন্দারা। তবে তারা ফিরে এসে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ভয়াবহ হামলা চালিয়েছে। সেখানে তারা বহু বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে।

মেয়র বলেন, সকালে আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি। অত্যন্ত শক্তিশালী ও সশস্ত্র এই অপরাধী চক্র কয়েক মাস ধরে হাইতিয়ান শহর কাবরাত নিয়ন্ত্রণ করছে।

গুইলাউমি জানান, বিভিন্ন হামলার কারণে দেশের যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে। হাইতিতে বছরের পর বছর ধরে চলা সঙ্কট দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে।

এরআগে, ২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনাল ময়েসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশটির সংকট আরও তীব্র হয়ে যায়। অনেক জায়গায় অপরাধী গ্যাং ছড়িয়ে পড়ে এবং হাইতির অনেক এলাকা নিয়ন্ত্রণ করা শুরু করে।

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top