বিনা নোটিশে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চীন-রাশিয়ার যুদ্ধবিমান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ০৫:১২
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে যে রাশিয়ার ছয়টি এবং চীনের দুটি যুদ্ধবিমান বিনা নোটিশে তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।
বুধবার এমন ঘটনার পর দেশটির ফাইটার জেট বিমান উড়িয়ছে বলেও জানায়।
জাপানের সামরিক বাহিনী বলে, চীন ও রাশিয়ার যুদ্ধবিমান জাপান সাগর, যা পূর্ব সাগর নামেও পরিচিত, তার ওপর দিয়ে উড়ার প্রতিক্রিয়া হিসেবে তারাও তাদের যুদ্ধবিমান উড্ডয়নের জন্য প্রস্তুত রেখেছিল।
সোওলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানান, চীনা এইচ-৬ বোমারু বিমানগুলো বুধবার ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ এবং উত্তর-পূর্ব উপকূলের কাছে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কেএডিআইজে) থেকে বারবার প্রবেশ করেছে এবং প্রস্থান করেছে।
তারা আরও বলেছে, কয়েক ঘণ্টা পরে তারা পূর্ব সাগর থেকে ওই অঞ্চলে ফিরে আসে, রুশ যুদ্ধবিমানসহ দুটি এসইউ-থার্টিফাইফ যুদ্ধবিমান এবং চারটি টি ইউ-নাইন্টিফাইফ বোমারু বিমান ছিল।
সোওলের ইয়োনহাপ সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক ‘পর্যবেক্ষকদের’ বরাত দিয়ে জানায়, বেইজিং এবং মস্কো ‘একটি সম্মিলিত বিমান মহড়ায় সম্পৃক্ত’ বলে মনে হচ্ছে।
জাপানের জয়েন্ট স্টাফ জানায়, বুধবার সকালে চীনের দুটি এইচ-৬ বোমারু বিমান ‘জাপান সাগরে প্রবেশ করে এবং তারপর উত্তরে উড়ে যায়’।
সূত্র: ভয়েস অফ আমেরিকা
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: দক্ষিণ কোরিয়া আকাশসীমা চীন রাশিয়া যুদ্ধবিমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।