ইরানে বিক্ষোভে ২ শতাধিক মানুষ নিহতের কথা স্বীকার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৬
গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইরান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘দাঙ্গার’ কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ‘সন্ত্রাসী হামলায়’ তারা নিহত হয়েছে। নিহত অন্যরা ‘দাঙ্গাকারী” এবং ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য।’ এছাড়া ‘নিরাপত্তা বিশৃঙ্খলার পরিস্থিতিতে নিরাপদ ব্যক্তি মারা গেছে’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
এর আগে বিদেশভিত্তিক কয়েকটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ইরানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।