রাশিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ০৮:০৪
ইউক্রেনের যুদ্ধ অঞ্চলের কয়েকশ কিলোমিটারের মধ্যে রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান শহরের কাছে একটি বিমানক্ষেত্রে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলে এঙ্গেলস বিমান ঘাঁটিতে কমপক্ষে একটি বড় বিস্ফোরণ ঘটেছে। যেখানে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। দূরপাল্লার রাশিয়ান কৌশলগত বোমারু বিমানগুলো এই বিমান ঘাঁটিতে অবস্থান করে বলে মনে করা হয়।
সারাতোভ শহরের বাসিন্দাদের সোশ্যাল-মিডিয়া পোস্টে সোমবার স্থানীয় সময় সকাল ৬ টায় এঙ্গেলস-২ বিমান ঘাঁটিতে একটি বড় বিস্ফোরণে দেখা যায়।
সারাতোভের গভর্নর রোমান বুসারগিন একটি বিবৃতি জারি করে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বিষয়: রাশিয়া সামরিক বিমানঘাঁটি বিস্ফোরণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।