জাপান সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন : রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ১০:৩১

জাপান সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন : রাশিয়া

জাপান সীমান্তের কাছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। জাপান এবং রাশিয়ার কামচাটকা উপদ্বীপের মধ্যে প্রসারিত দ্বীপপুঞ্জের কাছাকাছি কৌশলগতভাবে অবস্থিত উত্তর কুরিল দ্বীপে উপকূলীয় এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে সোমবার রুশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের উপর নিজেদের মালিকানা দাবি করে আসছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটিতে দখল করেছিল রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক রয়েছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যারামুশির দ্বীপে বেসশন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের উপকূলীয় সেনারা সন্নিহিত এলাকা ও প্রণালি এলাকাগুলো নিয়ন্ত্রণ করতে সার্বক্ষণিক নজর রাখা হবে।’

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকার রাশিয়ার সামরিক কার্যকলাপ নিবিঢ়ভাবেপর্যবেক্ষণ করবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top