স্পেনে ট্রেন দুর্ঘটনায় আহত ১৫৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৮

স্পেনে ট্রেন দুর্ঘটনায় আহত ১৫৫

উত্তর-পূর্ব স্পেনের কাতালোনিয়া অঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫৫ জন আহত হয়েছে। দেশটির জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বার্সেলোনার উপকণ্ঠে একটি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রেনগুলো একই দিকে যাচ্ছিল এবং একটি স্টেশনে থামানো সময় সংঘর্ষ হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয় এবং কর্মকর্তারা এখনও মন্তব্য করেননি।

জরুরী বিভাগের কর্মকর্তারা টুইটারে লিখেছেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মন্টকাডা আই রেইক্সাক - মানরেসা স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। ১৫০ জন সামান্য আহত হয়েছেন এবং অন্য পাঁচজন ‘কম গুরুতর’ আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top