পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ০২:৩৬
দেশের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল পেরু। পেদ্রো কাস্তিলো অভিশংসিত হওয়ার পর দিনা বলুয়ার্তে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে গদিড়ে বসেন।
বুধবার (৭ ডিসেম্বর) পেরুর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির সদ্য সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেয় পেরুর কংগ্রেস। আইনসভা ভেঙে দেয়ার চেষ্টা করে দেশকে সাংবিধানিক সংকটে ফেলার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতাচ্যুত হন কাস্তিলো।
৬০ বছর বয়সী আইনজীবী দিনা বোলুয়ার্তে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বক্তৃতায় বলেছেন, আঁকড়ে ধরে থাকা রাজনৈতিক সংকট থেকে দেশকে বের করে আনতে তিনি চেষ্টা করবেন। এ জন্য তিনি রাজনৈতিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
বোলুয়ার্তে বলেছেন, ‘সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য আমি একটু জায়গা আর একটু সময় চাই।’
বিষয়: পেরু প্রেসিডেন্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।