শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বশরীরে পুরস্কার নিতে সুইডেনে নোবেল বিজয়ীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:১০

স্বশরীরে পুরস্কার নিতে সুইডেনে নোবেল বিজয়ীরা

করোনা মহামারির পর প্রথমবারের মতো নোবেল বিজয়ীরা শনিবার সুইডিশ রাজধানী স্টকহোমে ব্যক্তিগত পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছেন। শনিবার গ্রিনিচ মান সময় দুপুর ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নোবেল বিজয়ীরা এদিন আকর্ষণীয় আনুষ্ঠানিক পোশাক পরে হাজির হয়েছেন। পুরুষরা সাদা টাই ও লম্বা কোট এবং নারীরা গাউন ও মার্জিত খোপ পরেছেন।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালের অনুষ্ঠানগুলি পিছিয়ে দেওয়া হয়েছিল এবং কোনও ভোজ ছিল না। চলতি বছর ২০২০ ও ২০২১ অনেক নোবেল বিজয়ীও এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

চলতি সপ্তাহজুড়ে বিজয়ীরা প্যানেল আলোচনা থেকে শুরু করে সংবাদ সম্মেলন, স্কুল পরিদর্শন, বক্তৃতা দান এবং লাইট শোতে অংশ নেওয়ার জন্য সময় বের করার কার্যক্রমে অংশ নিয়েছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top