• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আফগান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০১:১০

আফগান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে ৬ জন নিহত

পাকিস্তান সংলগ্ন সীমান্ত ক্রসিংয়ে গতকাল রোববার গুলি চালিয়েছে আফগানিস্তানের তালেবান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ৬ জন বেসামরিক ব্যক্তি ও ১ জন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এ হতাহতের ঘটিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সীমান্ত সৈন্যরাও এ হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে তারা নিরীহ বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলার ভয়াবহতা তুলে ধরতে ইতিমধ্যে কাবুলে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ প্রাদেশিক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান বাহিনী সীমান্তে বেড়ার অংশ কাটার চেষ্টা করছিল। তখন এ সংঘর্ষটি ঘটে। তবে কাবুল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top