ইতালির প্রধানমন্ত্রীর এক বান্ধবীসহ ৩ নারীকে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬

ইতালির প্রধানমন্ত্রীর এক বান্ধবীসহ ৩ নারীকে হত্যা

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন একটি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে। গুলিবর্ষণে আহত ৪ ব্যক্তির মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই নারী হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি, রয়টার্স, সিবিএস নিউজ

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top