ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৭
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ২০:৩৯
ক্রোয়েশিয়ার জধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকা পেট্রিঞ্জায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৭ জন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে। এর ২৪ ঘণ্টা আগে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল ওই অঞ্চলে।
আল জাজিরার ও বিবিসি'র প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ভূমিকম্পের পরপরই ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায় ছুটে আসে জরুরি বিভাগের সদস্যরা। তারা আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মৃত ৭ জনের মধ্যে একজন পেট্রিঞ্জা এলাকার এবং ৫ জন গ্লিনা শহরের আশেপাশে। বাকি ১ জনকে জাজিনা চার্চের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বন্ধ হয়ে যায় মোবাইল পরিষেবা।
ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্ড্রেজ প্লেনকোভিক। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: ক্রোয়েশিয়া ভূমিকম্প মারা গেছে ৭ জন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।