ব্রাজিলে পুলিশ হেডকোয়ার্টারে বোলসোনারো সমর্থকদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩০
ব্রাজিলের প্রেসিডেন্ট পদে পরাজিত প্রার্থী জাইর বোলসোনারোর সমর্থকরা হামলা চালিয়েছেন সেই দেশের পুলিশ হেডকোয়ার্টারে।
স্থানীয় সময় সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে পড়ার চেষ্টা করেন বোলসোনারো সমর্থকরা। তাদের দাবি, নির্বাচনে কারচুপি করে সাবেক এ প্রেসিডেন্টকে হারানো হয়েছে। খবর রয়টার্স।
তথ্য বলছে, চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দ্য সিলভার কাছে অল্প ব্যবধানে হেরে যান বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো। এরপর থেকে তার সমর্থকরা বিক্ষোভ করে আসছেন। তবে সোমবারের সংঘাত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে মধ্যে অন্যতম বড় রাজনৈতিক সংঘাত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রাজিলের ফুটবল দলের হলুদ রঙের জার্সি পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। এরপর আশপাশের বেশ কয়েকটি স্থানে বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় উগ্রডানপন্থি বোলসোনারোর সমর্থকরা।
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় বিক্ষোভকারীদের দমন করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।