তুরস্কের আকাশে অত্যাধুনিক ফাইটার ড্রোন ‘রেড অ্যাপল’
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৬
প্রথমবারের মতো আকাশে উড়েছে তুরস্কের তৈরি মানবহীন অত্যাধুনিক ফাইটার ড্রোন ‘রেড অ্যাপল’। যেটির তার্কিস নাম ‘কিজএলমা। ড্রোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়কারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাক্তার বুধবার এ তথ্য জানিয়েছেন।
‘রেড অ্যাপল’ নামে সর্বাধুনিক এ ড্রোনের নামকরণ করেছে তুরস্কের ন্যাশনাল আনম্যানড কমব্যাট এরিয়াল ভিহাইকেল সিস্টেম (এমআইইউএস)। তারা জানিয়েছে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম দ্রুতগতির এ ড্রোনটি তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।
মানবহীন ড্রোনটি বিমানবাহী ছোট রণতরীতে সহজেই উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। তুরস্কের নির্মাণাধীন যুদ্ধজাহাজ টিসিজি আনাদোলুতেও এটি সহজে উঠা-নামা করতে পারবে।
অত্যাধুনিক ড্রোন ‘রেড অ্যাপেলের’ নির্মাতা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, মানবহীন এ ড্রোন পাইলটসহ অন্যান্য সাধারণ যুদ্ধ বিমানের সঙ্গে সমান তালে চলতে পারবে। এছাড়া এটি ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম।
সূত্র: ডেইলি সাবাহ
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: তুরস্ক ফাইটার ড্রোন রেড অ্যাপল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।