সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

বিশ্বে করোনায় একদিনে আরো ১১০৪ মৃত্যু

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ২৩:৪৭

বিশ্বজুড়ে করোনা মহামারি

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৪ জন মারা গেছেন। নতুন সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৬১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৯৫ জন। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৬ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৭ জন। শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জন।

এরআগে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top