মালয়েশিয়ায় মৌসুমী বন্যায় ৫ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৫:৪১
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষকে। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, কেলান্তান রাজ্যে ৩১ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। রোববার বন্যা শুরু হওয়ার পরে ৩৯ হাজারেরও বেশি বাসিন্দাকে প্রতিবেশী তেরেঙ্গানুতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি সেবা কর্মকর্তারা জানিয়েছেন, মোট পাঁচজন মারা গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার কেলান্তানে চারজন মারা যায় গেছে। এদের মধ্যে তিন বোন বন্যার পানিতে পড়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং একটি ১৫ মাস বয়সী ছেলে ডুবে যায়। রোববার এর আগের দিন তেরেঙ্গানুতে প্রবল স্রোতে পাঁচ বছর বয়সী একটি মেয়ে ভেসে গেছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: মালয়েশিয়া মৌসুমী বন্যা মৃত্যু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।