আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৫

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে তালেবান। এসময় গ্রেপ্তার করা হয় তিন সাংবাদিককেও। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এর একদিন পর বুধবার নিরাপত্তা রক্ষীরা শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়।

আফগান শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করেছেন এবং ‘উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি স্থগিত থাকবে।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা যায়, হিজাব পরিহিত প্রায় দুই ডজন আফগান মহিলা কাবুলের রাস্তায় মিছিল করছেন এবং ব্যানার তুলে স্লোগান দিচ্ছেন। এই দলটি প্রাথমিকভাবে কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করার পরে তারা স্থান পরিবর্তন করে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top