চীনে সোনার খনিতে ধসে আটকা পড়েছেন ১৮ শ্রমিক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৫:১৪
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের একটি সোনার খনিতে ধসে অন্তত ১৮ শ্রমিক আটকা পড়েছেন। এই শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীরা কাজ করছেন বলে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, কাজাখস্তানের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে চীনের ইনিং কাউন্টির ওই সোনার খনিতে মোট ৪০ জন কাজ করছিলেন। শনিবার বিকেলের দিকে খনিতে ধস শুরু হলে সেখানে আটকা পড়েন তারা।
পরে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে ২২ খনি শ্রমিককে বাইরে নিয়ে আসেন। তবে এখনও সেখানে ১৮ শ্রমিক আটকা রয়েছেন। শনিবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
চীনে এ ধরনের খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে বিভিন্ন গণমাধ্যম এই বিষয়ে খবর পরিবেশন করার কারণে গত কয়েক দশকে দেশটিতে খনি নিরাপত্তার উন্নতি ঘটেছে বলে ধারণা করা হয়। এক সময় দেশটিতে খনি দুর্ঘটনার খবর গণমাধ্যমে তেমন উঠে আসতো না।
সূত্র: এএফপি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: চীন সোনার খনি ধস শ্রমিক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।