চীনের ঝেজিয়াং শহরেই করোনায় দৈনিক আক্রান্ত ১০ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:০৩
চীনের বড় শিল্প প্রদেশ সাংহাইয়ের কাছকাছি অবস্থিত ঝেজিয়াংয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ করোনার সংক্রমণের সাথে লড়াই করছে। সামনের দিনগুলোতে এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার প্রাদেশিক সরকার এ তথ্য জানিয়েছে।
দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়লেও চীন শনিবার পর্যন্ত গত পাঁচ দিনে মূল ভূখণ্ডে কোনো মৃত্যুর খবর জানায়নি।
ঝেজিয়াং প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘ঝেজিয়াং সংক্রমণের শীর্ষস্থানে আগে পৌঁছাবে এবং নববর্ষের দিনকে সামনে রেখে সংক্রমণ শীর্ষে যাবে বলে অনুমান করা হচ্ছে। ওই সময়ে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা হবে ২০ লাখ পর্যন্ত।’
ঝেজিয়াংয়ের জনসংখ্যা ছয় কোটি ৫৪ লাখ। চিকিৎসা দেওয়া রোগীদের মধ্যে প্রতি ১৩ হাজার ৫৮৩ জনের মধ্যে এক জনের গুরুতর উপসর্গ ছিল।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।