ফিলিপাইনে বন্যায় নিহত ১১, নিখোঁজ ১৯
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪২
প্রায় এক সপ্তাহ ধরে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপভূখণ্ড মিন্দানাওয়ের বিভিন্ন গ্রামে ও শহরে নিহত হয়েছেন মোট ১১ জন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন আরও ১৯ জন।
এছাড়া বন্যার কারণে দ্বীপটির নানা অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গত এক সপ্তাহের প্রবল বর্ষণে মিন্দানাওয়ের নদী-নালা ও অন্যান্য জলাশয়ে পানি বাড়ছিল। শেষে গতকাল রোববার বন্যা শুরু হয় দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় গ্রাম ও শহরগুলোতে।
মিন্দানাওয়ের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের গভর্নর হেনরি ওয়ামিনাল এএফপিকে জানান, রাজধানী ওরোকুইয়েটাসহ প্রদেশের অধিকাংশ গ্রাম ও শহর বানের পানিতে তলিয়ে গেছে। ‘ঝড়-বৃষ্টি-বন্যা আমাদের দেশে নিয়মিত দুর্যোগ। বছরজুড়েই এই দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। তবে এবার যে বৃষ্টি ও বন্যা আমরা দেখছি, তা ইতিহাসে এই প্রথম।’
‘জিংগুগ শহরের মোট বাসিন্দা প্রায় ৪৫ হাজার ৭০০। গত সাত দিনে তাদের মধ্যে অন্তত ৩৩ হাজার মানুষকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি,’ এএফপিকে বলেন ল্যাকরে।
বন্যার পানিতে ডুবে জিংগুগের পার্শ্ববর্তী তিন শহর ক্ল্যারিন-জিনামেজ-তুদেলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। এছাড়া বন্যার পানিতে নৌকাডুবে মিন্দানাও দ্বীপপুঞ্জের লেইতে দ্বীপে নিহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে একটি শিশু কন্যাও আছে।
ফিলিপাইনের মোট জনসংখ্যা ১১ কোটি এবং ৮৮ শতাংশই খ্রিস্টান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে গত এক সপ্তাহ ধরে ছুটি চলছে দেশটিতে; কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও তার ফলে সৃষ্ট প্রাণহানি-জনজীবন বিপর্যয়ের কারণে চলতি বছরের বড়দিনের ছুটিতে শোক বিরাজ করছে ফিলিপাইনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে লোকজনকে উদ্ধারের বিভিন্ন ছবি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ফিলিপাইন প্রবল বর্ষণ বন্যা নিহত নিখোঁজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।