• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা : পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৬:৪৪

পাকিস্তান

দু’দিন আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার জেরে দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ইসলামাবাদের সৌদি দূতাবাস থেকে দেওয়া এক টুইটবার্তায় এ সম্পর্কে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দেশের যেসব নাগরিক ইসলামাবাদ বা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের অন্যান্য অঞ্চলে কর্ম কিংবা ভ্রমণসূত্রে অবস্থান করছেন, পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

‘নিতান্ত প্রয়োজন ছাড়া আপনারা বাইরে বের হবেন না এবং বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করবেন। এছাড়া জরুরি প্রয়োজন হলে অবশ্যই আপনারা ইসলামাবাদের সৌদি দূতাবাস বা করাচির সৌদি কনস্যুলেটে যোগাযোগ করবেন।’

‘বর্তমানে দেশটির যে নিরাপত্তা পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে এ ধরনের আরও হামলা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এ কারণে পাকিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে এবং নিরাপত্তা ও অন্য যে কোনো প্রয়োজনে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।’

পাকিস্তানে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যও। তবে এই দুই দেশের সতর্কবার্তায় ‘ঝুঁকিপূর্ণ’ অঞ্চল বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়াকে।

গত রোববার ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী ও ১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন।

বড়দিন ও থার্টিফার্স্ট উপলক্ষে সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে গত শুক্রবার থেকে রাজধানীসহ সব বড় শহরে নিরাপত্তা টহল শুরু করেছে পাকিস্তানের পুলিশ। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার ইসলামাবাদে একটি ট্যাক্সি থামিয়ে তল্লাশি শুরু করেছিল পুলিশ। তখনই ট্যাক্সির এক যাত্রী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top