আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১, ০১:১৩
ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দেয়ার পর তা আইনে পরিণত হলো।
এর ফলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১ টা থেকে ইইউ'র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য।
এর আগে, বুধবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দেন। ঐ দিনই চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটি হয়।
চুক্তিটির পক্ষে পড়েছে ৫২১টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৭৩টি ভোট।
প্রসঙ্গত, ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার ১ বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ'র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ব্রিটিশ পার্লামেন্ট ইইউ যুক্তরাজ্য পার্লামেন্টে ভোটাভুটি ইউরোপীয় ইউনিয়ন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।