ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:০৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৯ বছর।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পশ্চিম বঙ্গে অবস্থানরত প্রধানমন্ত্রী মোদি ইতোমধ্যে গুজরাটের উদ্দেশে রওনা হয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মহিমান্বিত একশটি বছর পর ভগবানের পদতলে শ্রদ্ধায় অবনত হয়ে বিশ্রাম নিতে গিয়েছেন মা।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও উৎসবের আগে আশীর্বাদ নিতে প্রায়ই মায়ের সঙ্গে দেখা করতেন।
আরও পড়ুন: ফুটবল কিংবদন্তি পেলে আর নেই
গত মঙ্গলবার হঠাৎই শরীর খারাপ হওয়ায় হীরাবেন মোদীকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ হন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।
বিষয়: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।