যুক্তরাজ্যে ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৫১
যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে বাড়ছে ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত সপ্তাহে ইংল্যান্ডের হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়াছে চাপের মুখে পড়ছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২৫ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে তিন হাজার ৭৪৬ জন ফ্লু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল দুই হাজার ৮৮ জন যা ৭৯ দশমিক ৪ শতাংশ বেশি। এভাবে ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : ১১ জানুয়ারি দেশজুড়ে বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘোষণা
ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের এই ঢেউ কোভিডের ঋতুগত সংক্রমণ বৃদ্ধির সাথে মিলে যায়। এর আগে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, চলতি শীত মৌসুমে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস ‘টুইনডেমিকের’ মুখোমুখি হবে, যা ইতিমধ্যেই সংগ্রামরত স্বাস্থ্য পরিষেবার উপর চাপ বাড়াবে। সংস্থাটির পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে প্রতিদিন কোভিডে সংস্থার ৪৭ শতাংশ কর্মী আক্রান্ত হয়েছে।
ন্যাশনাল হেলথ সার্ভিসের জাতীয় মেডিকেল পরিচালক অধ্যাপক স্যার স্টিফেন পোভিস বলেছেন, ‘দুঃখজনকভাবে, এই সর্বশেষ ফ্লু আক্রান্তের সংখ্যায় বোঝা যাচ্ছে, আমাদের টুইন্ডেমিকের আশঙ্কা বাস্তবায়িত হয়েছে। মাত্র এক মাসে আক্রান্তের সংখ্যা সাতগুণ বেড়েছে এবং কোভিডের ক্রমাগত প্রভাব কর্মীদের ওপর প্রভাব ফেলছে।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।