পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ০১:৩৮
পারস্য উপসাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ এবং এর সাথে থাকা নৌবহর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগনে’র বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে মধ্যপ্রাচ্য থেকে ইউএসএস নিমিৎজ ও তার নৌবহরকে ফিরে আসার নির্দেশ দিয়েছেন ‘ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার।
বার্তা সংস্থা রয়টার্স ও এপি’র বরাত দিয়ে পার্সটুডে জানায়, পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। প্রায় ১০ মাস ধরে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় মোতায়েন ছিল মার্কিন এ বিমানবাহী রণতরী।
২০২০ সালের শুরু দিকে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনালে কাসেম সোলাইমানী ইরাকের রাজধানী বাগাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। এর জবাব হিসেবে হামলাকারী ড্রোনের ঘাটি , বাগদাদের উত্তর-পশ্চিমে অবস্থিত আইন আল আসাদ এয়ার বেইজে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। ইরান-যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ৩৩৩ মিটার দৈর্ঘ্যের বিশাল বিমানবাহী রণতরী পাঠায় সে সময়ের ট্রাম্প প্রশাসন।
বর্তমানে মধ্যপ্রাচ্য এলাকায় ইউএসএস নিমিৎজ ছাড়া বাইরের কোন দেশের রণতরী নেই। তাই পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইউএসএস নিমিৎজ’কে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মার্কিন কর্মকর্তারা।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: USS Nimitz US Middle-East Iran Persian Gulf KSA US Navy ইউ এস এস নিমিৎজ বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ইরান সৌদি আরব পারস্য উপসাগর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।