সোমালিয়ায় গাড়িবোমা হামলায় ১০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৮:১৯
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ক্যাফেতে সমবেত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার স্থানীয় সময় সকালে দুটি বড় বিস্ফোরণ হয়। অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বেসামরিক, সেনা ও মাকাউইজলের যোদ্ধাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সেনা নিহতের ঘটনায় মোবাইল ফোনকে দায়ী করলো রাশিয়া
মাহাস জেলার কমিশনার মুমিন মোহাম্মদ হেলেন রাষ্ট্রীয় রেডিওকে জানিয়েছেন, বোমাগুলোর একটির লক্ষ্য ছিল তার বাড়ি, অন্যটি আঘাত হানে কেন্দ্রীয় এক আইনপ্রণেতার বাড়িতে।
এদিকে হামলার দায় স্বীকার করে আল শাবাবের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধর্ম বিসর্জনকারী মিলিশিয়া ও সেনারা’ তাদের হামলার লক্ষ্য ছিল।
সূত্র: রয়টার্স
বিষয়: গাড়িবোমা হামলা সোমালিয়া আল শাবাব জঙ্গি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।