সিরিয়ায় রাশিয়ান সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ০২:৫৪
সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ভিত্তিক বার্তা সংস্থা পার্স টুডে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে রাককাহ প্রদেশে রাশিয়ার সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে সিরিয়ার রাককাহ প্রদেশের তাল আল সামানে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির প্রবেশ পথে রাখা গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। উদ্দেশ্যমূলকভাবে গাড়িবোমাটি রাখা হয়েছিল বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা।
এদিকে, 'হারাস আদ দীন' নামের একটি সন্ত্রাসী গোষ্ঠি এ গাড়ী বোমা হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গেল কয়েকদিন ধরে সন্ত্রাসীদের মর্টার, গোলা ও বোমার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিরিয়ার আবাসিক এলাকাগুলো। বিশ্লেষকদের ধারণা, আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী যুদ্ধে পরাজিত হওয়ায় এখন নজর দিয়েছে বেসামরিক এলাকার দিকে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।