বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

তালেবানদের হুমকি পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ১৩:১০

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালেবান।

টিটিপি এক বিবৃতিতে স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নাম নিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবানের সাথে আদর্শগত মিল রয়েছে পাকিস্তান তালেবানের।

টিটিপি মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। কিন্তু এই দুই দল যদি তাদের অবস্থানে অনড় থাকে তাহলে এই দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সর্বকালের সেরা সংগীতশিল্পীর তালিকায় লতা মঙ্গেশকর

উল্লেখ্য, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বর্তমান জোট সরকার। এজন্য জোটের নেতাদের বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top