বিমানবাহিনীর যৌথ মহড়ায় জাপান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ০৪:২২

বিমানবাহিনীর যৌথ মহড়া

জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে ‘বীর গার্ডিয়ান-২০২৩’ নামে পূর্ব এশিয়ার দেশ জাপানের বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় বিমানবাহিনী।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সপ্তাহে এ মহড়া শুরু হবে। যেটির লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করা।

আরও পড়ুন : ডায়ানার মৃত্যুতে মাত্র একবার কেঁদেছিলেন প্রিন্স হ্যারি

এএনআই জানিয়েছে, মহড়ায় থাকবে জাপানের চারটি এফ-২ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান । অন্যদিকে ভারতের এসইউ-৩০ এমকিআই, দু’টি সি-১৭এস এবং একটি আইএল-৭৮ বিমান নিয়ে মহড়ায় অংশ নেবে।

ভারতীয় বিমান বাহিনীর দলটি রোববার জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ১২ জানুয়ারি মহড়াটি শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল দুই দেশ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top