আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমানা খুলে দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ০৯:২১

চীন বিমানবন্দর

প্রায় তিন বছর পর রোববার বিধিনিষেধ তুলে দিয়ে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমানা খুলে দিয়েছে চীন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখার সুযোগ পেয়ে বিদেশে থাকা চীনা নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছেন। এর ফলে দেশটির বিমানবন্দরগুলোতে ভ্রমণকারীদের দীর্ঘ সারি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকং থেকে আগামী সপ্তাহগুলোতে প্রায় চার লাখ চীনা মূল ভূখন্ডে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। রোববার বেইজিং ও শিয়ামেনসহ বড় শহরগুলোর বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। মূল ভূখন্ড থেকে হংকংয়েও ফিরতে শুরু করেছে প্রচুর মানুষ। রোববার শহরের দ্বিতল বাসগুলোতে ফেরত যাত্রীদের প্রচুর ভীড় দেখা গেছে।

আরও পড়ুন : সরকারি খাস জমি অবৈধভাবে দখল করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। পরবর্তীতে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতো। ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মুখে ৭ ডিসেম্বর চীন করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় এবং শূন্য কোভিড নীতি থেকে সরে আসার ঘোষণা দেয়। এরপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে।

চীনের পরিবহণ মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চীনা চন্দ্রবর্ষ উপলক্ষে আগামী ৪০ দিনে ২০০ কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করবে। এদের অনেকেই নববর্ষ উদযাপন উপলক্ষে বিদেশ থেকে দেশে নিজের স্বজনদের কাছে ফিরবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top