সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ২৩:৫১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার দেশটির তানিম্বার অঞ্চলে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে অবশ্য সেটি তুলে নেওয়া হয়। 

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)-এর প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে চারটি জোয়ার পরিমাপক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সমুদ্রপৃষ্ঠে কোনো অসঙ্গতি শনাক্ত করা যায়নি। কোথাও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলা উচিত।

আরও পড়ুন>>>নিউইয়র্কে সাত হাজারের বেশি নার্সের ধর্মঘট

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হয়। যার মাত্রা রেকর্ড করা হয় ৫.৫। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের চেষ্টা করছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এরআগেও বহুবার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে দেশটি। ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে দুই হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top