• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সীমান্তে মিলল দু'শ মিটার সুড়ঙ্গের সন্ধান!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ১৮:১০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। আসামের করিমগঞ্জ জেলার বালিয়ায় এক অপহরণ কাণ্ডের তদন্তে নেমে শুক্রবার (১ জানুয়ারি) এই সুড়ঙ্গের সন্ধান পায় তারা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার ভারতের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতি। পরে বাংলাদেশি ফোন নম্বর থেকে ৫ লাখ টাকা দাবি করা হয়।

ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশের পরামর্শে অপহরণকারীদের ৫ লক্ষ টাকা দিতেই সম্মত হয় ওই পরিবার। এর পরেই ফোনের অন্য প্রান্ত থেকে নির্দেশ আসে, পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে টাকা দিতে হবে। এই সূত্র ধরে বুধবার এলিমকে গ্রেপ্তার করা হয়।

এরপর সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়। এতে সুড়ঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় দিলোয়ারকে ছেড়ে দেয় তারা। কিন্তু ফিরে এসে দিলোয়ার পুলিশকে সুড়ঙ্গের কথা জানান।

দিলোয়ারের দেয়া তথ্যর ভিত্তিতে শুক্রবার ভারতীয় পুলিশ অফিসাররা বালিয়ায় যান। এরপরই জঙ্গলঘেরা এলাকায় খোঁজ পান প্রায় দু'শ মিটার দীর্ঘ সুড়ঙ্গের।

দিলোয়ার জানান, বাংলাদেশ প্রান্তেও একই রকম একটি মুখ আছে সুড়ঙ্গের। ওই পথে দুষ্কৃতীকারীরা নিয়মিত যাতায়াত করে। চলে পাচার বাণিজ্যও।

করিমগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানে সুড়ঙ্গটি ব্যবহার হয়। তৎক্ষণাৎ সুড়ঙ্গের ভারত-মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top