সুইডেনে মিলল বৈদ্যুতিক গাড়ি তৈরির ‘বিরল’ উপাদান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ১২:১০

খনির সন্ধান

বৈদ্যুতিক গাড়ি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান ‘আর্থ অক্সাইডের’ বড় খনির সন্ধান পাওয়া গেছে ইউরোপের দেশ সুইডেনে।

বার্তাসংস্থা এএফপি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এটি একটি ‘বিরল’ পার্থিব উপাদান। যা চীনে পাওয়া যায়। এখন সুইডেনে এ উপাদানের সন্ধান মেলায় চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর আশা করছে ইউরোপ। সুইডেনের খনিতে পাওয়া আর্থ অক্সাইডের পরিমাণ এক মিলিয়ন টনেরও বেশি।

সুইডেনের খনি সম্পদ উত্তোলনকারী সংস্থা এলকেএবি প্রধান নির্বাহী জান মোস্তারম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ইউরোপে বিরল আর্থ অক্সাইডের সবচেয়ে বড় অংশ এটি। পরিবেশ বান্ধব গাড়ি তৈরিতে এ উপাদান অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এ উপাদানের সরবরাহের সমস্যা আছে। এটি ছাড়া আমরা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে পারব না।’

আরও পড়ুন : কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলা, নিহত ২০

যদিও ইউরোপে এটি আর্থ অক্সাইডের সবচেয়ে বড় অংশ। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে থাকা ১২০ মিলিয়ন টন আর্থ অক্সাইডের তুলনায় এটি এক শতাংশেরও কম।

সূত্র: এএফপি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top