সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ২২:২০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়

ইউক্রেনে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটির একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ মিসাইল আঘাত হানলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

এছাড়া শনিবারের এই হামলায় রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওদেসাসহ আরও কয়েকটি শহরেও রুশ মিসাইল আঘাত হেনেছে। 

রোববার (১৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

রুশ মিসাইল হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশই এখন জরুরি ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। মূলত শনিবারের হামলায় বেশ কয়েকটি শহরে বিদ্যুতের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর আগে, যুক্তরাজ্য কিয়েভের প্রতিরক্ষায় সহায়তা করতে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। জবাবে রাশিয়া জানায়, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করলে রুশ অভিযান আরও তীব্রতর হবে এবং আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top