পেরুর রাজধানীসহ ৩টি অঞ্চলে জরুরি অবস্থা জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ১১:৩৪
প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্টের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর পেরুর রাজধানী লিমা ও অন্যান্য তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ৩০ দিনের জন্য এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শনিবার ঘোষিত ডিক্রি অনুযায়ী, শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলন ও সমাবেশের স্বাধীনতার মতো বেশ কয়েকটি সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: পেরি পেরি চিকেন তৈরির রেসিপি
প্রেসিডেন্ট বোলুয়ার্টের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে পেরুতে। সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে। গাড়ি চলাচল বন্ধে শনিবার পেরুর বিভিন্ন সড়কে ১০০টিরও বেশি প্রতিবন্ধক বসিয়েছিল বিক্ষোভকারীরা।
এর আগে শুক্রবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ট সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।